
প্রকাশিত: Sun, Jun 2, 2024 3:26 PM আপডেট: Tue, Apr 29, 2025 11:09 PM
সোশ্যাল মিডিয়ার শান্তিসৈনিকদের মন্তব্য দিয়ে ভবিষ্যতে ‘মন্তব্যাভিধান‘ নামে বই বের করা যাবে!
স্বকৃত নোমান
গত বছর পশ্চিমবঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। আমাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের একটা ভিডিও ক্লিপ মনের খেয়ালে আমার পেজে পোস্ট করেছিলাম কয়েকদিন আগে। বিস্তর মানুষ ভিডিওটি দেখছেন, মন্তব্য করছেন। নির্বাচিত কিছু মন্তব্য এমন : তুই তো আস্তা জারজ! বাংলাদেশের সব অচল মাল কলকাতায় কীভাবে চলে জেনে আসবেন তো কষ্ট করে। এই বাটপারকে আবার ঢাক ঢোল পিটিয়ে সংবর্ধনা। আনারের মতো অবস্থা যদি হই ভেবেছেন কখনো? হালার মালাউনকে ইন্ডিয়াতে রেখে দিক। মনে হচ্ছে ভাড়াটে সংবর্ধনা। পশ্চিমবঙ্গে চোরের এত কদর? সেটাই ব্রো। ওদের কথা বাদ দেন।
তসলিমার মতো চটি লেখিকাও দুইবার আনন্দ পুরস্কার পেয়েছে। অভিনন্দন খান,কি/র ছেলে। চোরকে চোরেরাই সম্মান দেয়। তাও ভিন্ন দেশে। নিজের দেশে জুতা পেঠা খাওয়ার যোগ্যতাও নেই। গরুর দেশে খাসি ছাগল আমদানি। বাংলাদেশের সব চোর পশ্চিমবঙ্গ থেকে আমদানি করা। চোরে চোরে মাসতুতো ভাই। কীরে নোমান, এরপর কি গুমুত্র দিয়ে আপ্যায়ন করেছিল নাকি? পশ্চিমবঙ্গে তোর মতো সেকুদের কদর হবে এটাই স্বাভাবিক চোরের মায়রে জুদি, ওই সেলিম আলদিনের লেখা চুরি করা মগাবাজকে তার আদর্শের জায়গা পশ্চিমবমঙ্গে রেখে দেয়া হোক। ওর মতো অপকারী কীট বাংলাদেশে প্রয়োজন নেই, মুনাফেক। শুকর তো শুকরের পালেই দাম পাবে। ভারত তার সন্তানকে চিনতে পেরেছে, সম্মান কি আর এমনি আসে। শুনেছি ও বাংলাদেশের অপন্যাসিক ও সবধহ, ঔপন্যাসিক। স্বকৃত্তা নোমান। কীরে নোমান জ্বলে নাকি? তাই তো বলি সে এত ইসলাম বিদ্বেষী কেন।
এদের জন্য আপনারা যত পরিশ্রম করেন সে হিসেবে এসব সংবর্ধনা খুবই সামান্য। লেন্দুপ দর্জীদের উত্তরসুরীদের এমন ভাবে স্বাগত জানাবে এটাই স্বাভাবিক। ভারতে জন্মটাই তাদের সৌভাগ্য। মহাশয় কী ভোটের পর্যবেক্ষণ করতে গেছেন নাকি? হবে না কেন, সেখানে গোবর, গো মুত্র এসবের অনেক কদর। এই লোক ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার এজেন্ট। এরাই বাংলা সাহিত্যে পুরস্কার পায়, দাদা দের এজেন্ট বলে কথা। ইসলাম বিদ্বেষী কথা বললেই দাদাদের তথাকথিত পায়ের ঝারি মারা সম্মাননা পাওয়া যায়। এতদিনে বুঝলাম কুত্তা কেন ঘেউঘেউ করে, হাড্ডি আসে কোথা থেকে। এসব সংবর্ধনা এলাকার নেড়িকুত্তা রা ও পায়। যে যেখানে মানায়। বন্যেরা বনে সুন্দর বটে। বাট আমি ভাবি কী নির্লজ্জ ঢোল পেটানো ক্যাপশন। ঠিকই আছে।
ভারতের লেবার সাপ্লাইয়ার রাজ্যের পাবলিকের টেষ্ট তো এমনই হবে। ঘুষ খেয়ে আনন্দ পায়। অভিনন্দন মিষ্টার সোদানির পোয়া। তসলিমা নাসরিনের পদানুসরণ নাকি? আমরা জানি যে তিনি ভালতীয় ধালাল। ভারতীয় এজেন্ট বলে কথা। এটাই তো স্বাভাবিক হাজারহোক ইসকনের এজেন্ট। প্রথম দেখে সিদ্দিক চুর মনে হয়েছে।
তোদের আমরা এমনি এমনি ভারতের দালাল বলি না। এখন পরিষ্কার কোথা থেকে ভঁহফরহম আসে, কারা নধপশঁঢ় দেয়, আর কাদের এজেন্ট হিসেবে কাজ কর। ধন্যবাদ ব্যাপারটা খোলাসা করার জন্য। থাক, আঙুলে ব্যথা হয়ে গেছে। আর কপি করতে পারব না। এসব মন্তব্য দিয়ে তাদের, অর্থাৎ শান্তিসৈনিকদের মনস্তত্ব বোঝা যাচ্ছে। ভিডিওটি যত ভিউ হচ্ছে ততো আমার একাউন্টে ডলার জমা হচ্ছে। বোকার দল যদি এই তথ্য জানত, তাহলে আর ওটা দেখত না। নাকি দেখত? শান্তিসৈনিকদের এসব মন্তব্য দিয়ে ভবিষ্যতে ‘মন্তব্যাভিধান‘ নামে একটা বই বের করা যাবে। লেখক: কথাসাহিত্যিক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
